ইন্দ্রজিৎ দত্ত



হে শুভ হে বিজয়া

শুধু এটুকুই তো বলতে পারি
যেমন ক্রাউড নিলো় হরিণের রোদ
হঠাৎ নদীর নাম চোখের পাতার মত সিনিয়র,
সাক্ষী সেটাও

যমজ হলো
যেভাবে আরেকটা টিপ, টিপের আঙুল
সারাটা আয়নায়

পরের ঘরের ভোর পিছল হলে
ছাদের ছায়া চেয়েচিন্তে বিকেল নামিয়ে নেয় হ্যাংওভারে

কিছুতেই তুমি নও প্রেডিকশনের অন্য মানে, তেমনই

তোমার রিয়েল
যতটুকু আধফোঁটা ডুরে কোমরে

একতরফা ভাগ হলো, তুমি চাওনি, না চেয়েও চাইলে কি যে


পঙ্খ হোতি তো উড় যাতি..... 

কাচা স্কুলড্রেসের মত ধোপদুরস্ত আকাশ আর
পারছো না পারছি না চিল

আত্মহত্যা থেমে আছে এই ডিসেম্বর

এই কার্তুজ এই ঠাণ্ডা শরীর তুমি বললে, না
এক কোণে থাকলো এই বিমুখ

সবেমাত্র অবাক হারিয়ে ফেলেছি। চলে যাওয়া বুধবার

পাশে রেখে
তুমি স্পর্শের গাড়ি
পাখি থেকে তোমার চোখ সত্যিই ছপছপ

কিছুটা ফলো বোধহয় কম ছিলো প্যারালাল
এই চাদর এই পা'য়ের

ব্যবধান করলাম না বৃষ্টি আর বর্ষার

এরপরেও নদী বলে কিছু তো থাকবেই, তাই না?



পাঠকের মতামতঃ